বন্যায় ভাঙা বাঁধ এবার ফিরে পেল গ্রামবাসী

বাঁধ ভাঙ্গায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
py676ui

File Picture

নিজস্ব সংবাদদাতা: বন্যায় ভেঙেছিল নদীবাঁধ সাথে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাও। দীর্ঘ কয়েক মাস পর যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন। স্বস্তি মিলবে বন্যায়। রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ায় খুশি চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের বাসিন্দারা।

জানা যায় ২০২৪ সালের বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ভবানীপুর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পুরো এলাকা। আর এই শিলাবতী নদীর বাঁধের উপরেই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। তবে বাঁধ ভাঙ্গায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। এরপর থেকেই ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত। অবশেষে সেচদপ্তরের উদ্যোগে ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪৩২ টাকা ব্যায়ে শুরু হল নদীবাঁধ নির্মাণের কাজ। ফলে খুশি একাধিক গ্রামের মানুষজন।

নদী বাঁধ মেরামতের পাশাপাশি বন্যায় ভেঙে পড়া একাধিক গ্রামের যাতায়াতের রাস্তাও নতুন করে মেরামত হবে ফলে স্বস্তি ফিরবে ভবানীপুর সহ আশপাশের ৬-৭ টি গ্রামের মানুষের।