নিজস্ব সংবাদদাতা : আজকের দিনটি কার কেমন যাবে? তুলা, সিংহ ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য রইল বিশেষ বার্তা। কোথায় সাবধান হবেন, কোথায় আশার আলো—সবটা জেনে নিন এখনই।
/anm-bengali/media/media_files/Thn8SbF5KsZEEuD2yZsO.jpg)
তুলা:
লোভে পা দিলে আজ বিপদ হতে পারে। সংসারে মনঃকষ্ট। প্রেমে তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা। চিকিৎসায় খরচ বাড়বে। চাকরিতে চাপ থাকলেও বুদ্ধি দিয়ে সামলে নেবেন। দাঁতের ব্যথা বাড়তে পারে।
/anm-bengali/media/post_banners/aCyadMEfD18LkeUKM70g.jpg)
সিংহ:
সন্দেহজনক কাউকে বিশ্বাস করলে অর্থক্ষতি হতে পারে। দাম্পত্যে শান্তি ফিরবে। সন্তানের কারণে চিন্তা। পেটের সমস্যা হতে পারে। শত্রুরা সুযোগ নিতে পারে। মিষ্টি কথায় সবাইকে প্রভাবিত করবেন।
/anm-bengali/media/post_banners/N7yHURmTkDTcDbGa272K.jpg)
বৃশ্চিক:
সকালে শুভ যোগাযোগ আসবে। গুপ্ত শত্রুর চাপ থাকতে পারে। পরিবারের কেউ আপনার আচরণে কষ্ট পেতে পারে। শেয়ারে বিনিয়োগে সাবধান। ছোট ভ্রমণের যোগ। টাকাপয়সা ফেরত পেতে পারেন।