/anm-bengali/media/post_banners/iSIW1dTjmw2yqceQfZ8H.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃআজ ২৩শে অক্টোবর, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রী সেলসিয়াস। আজ সর্বোচ্চ ২৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থাকলেও, ৩১ ডিগ্রী সেলসিয়াসের মত গরম অনুভূত হতে পারে সারাদিন।
ঘূর্ণিঝড় 'দানা' চোখ রাঙাচ্ছে। আজ বুধবার থেকেই বাংলার আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে আজ বুধবার পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পুরী ও সাগর দ্বীপের মধ্যে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পুরী ও সাগরদ্বীপের কাছে ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল হওয়ার কথা। আগামী ২৪ ও ২৫ অক্টোবরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১৩ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৮৬ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৪ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১০.২ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ২.২৫ কিলোমিটার। আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল ২২শে অক্টোবর মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। বুধবারবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা। গতকাল বৃষ্টি হয়েছে সামান্য মাত্র ০.৬ মিলিমিটার।
কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us