/anm-bengali/media/post_banners/1ZDlssAX6vMSuul6hDXu.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ভোরেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘দানা’ জন্ম নিয়েছে। আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ' দানা '। মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল, তা ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে এগিয়ে একই অঞ্চলের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
আবহাওয়াবিদরা মনে করছেন যে, এটির পশ্চিমবঙ্গে ল্যান্ডফল হবে না। ওড়িশার কোনও জায়গায় আছড়ে পড়বে। আর তখন ঘণ্টায় ১০০ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। ঝোড়ো হাওয়ার বেগ ১২০ কিমিতেও পৌঁছাতে পারে।
বর্তমান পরিস্থিতিঃ
1. অবস্থান: বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ রূপে রয়েছে। বকখালী ও পুরি থেকে প্রায় ৬০০ কিমি দূরে।
2. বতর্মান গতি: 45 kmph.
3. বায়ুর চাপ: 1001 millibars.
সিস্টেমের শক্তি বৃদ্ধিঃ
1. আগামী ২৪ ঘন্টায় এটি গভীর নিম্নচাপ[Depression] ও অতিগভীর নিম্নচাপে[Deep Depression]পরিণত হবে [২২.১০.২৪]
2. আগামী ৪৮ ঘণ্টায় একটি অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়(Cyclonic Storm)পরিণত হবে। [২৩.১০.২৪]
3. আগামী ৭২ ঘন্টা এটি ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়[২৪.১০.২৪] [Severe Cyclonic Storm]
ঝড়ের গতিপথ ও ল্যান্ডফলঃ
1. প্রজেক্টেড ল্যান্ডফল: ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল।
2. ঝড়ের গতি: 80-120 kmph.
3. বালেশ্বর ও কেন্দ্রপাড়ার মধ্যবর্তী ভীতরকণিকা ম্যানগ্রোভ অঞ্চলের উপর দিয়ে চক্ষু অঞ্চল প্রবেশ করতে পারে।
পশ্চিমবঙ্গের প্রভাবঃ
1. 23শে অক্টোবর (বুধবার) থেকে খারাপ আবহাওয়া প্রত্যাশিত।
2. 24 অক্টোবর (বৃহস্পতিবার) এবং 25 অক্টোবর (শুক্রবার) সবচেয়ে খারাপ আবহাওয়া প্রত্যাশিত
3. 23 শে অক্টোবর থেকে 25 শে অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা।
4. উত্তরবঙ্গে বর্তমানে সেরকম কোনো সতর্কতা না থাকলেও পরবর্তীকালে সতর্কতা জারি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ও ঝড়ো হাওয়া থাকতে পারে।
জেলাভিত্তিক স্পেশাল ওয়ার্নিংঃ
1. লাল সতর্কতা (ভারী থেকে অত্যাধিক ভারী): দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম (70-200 mm or more ).
2. কমলা সতর্কতা (ভারী থেকে অতিভারী): উত্তর ২৪ পরগনা হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া(70-200 mm ).
3. হলুদ সতর্কতা (ভারী থেকে অতিভারী): গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া।
সম্ভাব্য ঝড়ের গতিঃ
1. দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম: 50-100 kmph.
2. দক্ষিণবঙ্গের বাকি জেলায়: 40-80 kmph.
মৎস্যজীবীদের জন্য পরামর্শঃ
1. 22শে অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ৷
নিরাপত্তাজনিত সতর্কতাঃ
1. প্রতিনিয়ত আবহাওয়া আপডেট গুলো ফলো করুন
2. সরকারিভাবে কোন নির্দেশ থাকলে সাইক্লোন সেন্টার কিংবা ত্রাণ শিবিরে আশ্রয় নিন
3. প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করুন (শুকনো খাবার, পানীয় জল, সাধারণ ওষুধপত্র).
4. সতর্ক করা অঞ্চলগুলোতে ভ্রমণ এড়িয়ে চলুন
5. প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট, টর্চ, মোবাইল সহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন
হেল্প লাইন নাম্বারঃ
1. জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF): 011-23438298.
2. রাজ্য বিপর্যয় মোকাবিলা দল: 1070 (toll-free).
ভয় কিংবা আতঙ্ক নয় সচেতন থাকুন সাবধান থাকুন নিরাপদে থাকুন। সরকারি অফিসিয়াল আবহাওয়া আপডেটে নজর রাখুন। ভারতীয় আবহাওয়া দপ্তর ও আলিপুর আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলুন।
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us