অবৈধ অনুপ্রবেশকারী সহ্য করা হবে না ! সীমান্ত জেলা উত্তর ২৪ পরগনা থেকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

কি কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ?

author-image
Debjit Biswas
New Update
C-V-Ananda-Bose

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের সীমান্ত জেলা উত্তর ২৪ পরগনা পরিদর্শনে এসে অবৈধ অনুপ্রবেশ (Illegal Migration) নিয়ে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভারতে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সহ্য করা হবে না এবং সীমান্ত রক্ষায় বিএসএফ (BSF) সম্পূর্ণ সক্ষম।

ananda

তিনি বলেন,''ভারতে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সহ্য করা হবে না। আমাদের নিজেদের নিয়ম-কানুন আছে। এটি পরীক্ষা করার জন্য আমাদের সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) রয়েছে। আমরা অবশ্যই দেখব যে ভারতীয়রা যাতে অবশ্যই ভারতে থাকেন, পাশাপাশি যারা এখানে থাকার অনুমতিপ্রাপ্ত, তারাও থাকেন।"