New Update
/anm-bengali/media/media_files/Fd4MUi5gKedJxC8TZCMW.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিলে সম্মতি দিলেন রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস। এই বিলটি ২০২১ সালে বিধানসভায় পাস্ করা হলেও, এতদিন ধরে সেটি আটকে ছিল রাজভবনে।
/anm-bengali/media/media_files/XBpkZmhAFuhT7uhFCaN7.jpg)
যারফলে দীর্ঘ একযুগ ধরেই পৌরসভা নির্বাচন হয়নি হাওড়া পৌরসভায়। তবে এই বিল পাস্ হওয়ার পরে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ফের একবার পৌরসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া পৌরসভায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us