BREAKING : হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিলে সম্মতি দিলেন রাজ্যপাল !

ফের পৌরসভা ভোট হতে চলেছে হাওড়ায় ?

author-image
Debjit Biswas
New Update
cv anand boseq2.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিলে সম্মতি দিলেন রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস। এই বিলটি ২০২১ সালে বিধানসভায় পাস্ করা হলেও, এতদিন ধরে সেটি আটকে ছিল রাজভবনে।

raj bhavan

যারফলে দীর্ঘ একযুগ ধরেই পৌরসভা নির্বাচন হয়নি হাওড়া পৌরসভায়। তবে এই বিল পাস্ হওয়ার পরে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ফের একবার পৌরসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া পৌরসভায়।