ফের ছাত্র-বিক্ষোভের মুখে রাজ্যপাল

রাজ্যের বকেয়া দাবি কেন্দ্রের দরবারে পৌঁছে দেওয়ার পর সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে বলে মনে করা হলেও ফের রাজ্যপাল-রাজ্যের সংঘাত প্রকাশ্যে।

author-image
Pallabi Sanyal
New Update
নন



দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাজ্য ও রাজ্যপালের সংঘাতের চিত্র আরও একবার উঠে এল মেদিনীপুরে। রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির অভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভি.সি নিয়োগের দাবিও তোলা হয় এই বিক্ষোভ থেকে।

প্রসঙ্গত, মঙ্গলবার মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই এফ.সি. আই গোডাউনের কাছে রাস্তার দুধারে তৃণমূল ছাত্রপরিষদের পতাকা হাতে রাজ্যপালকে উদ্দেশ্য করে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের নেতৃত্ব ও সদস্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল করা হয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে।