হস্তি শাবক শুঁড় দিয়ে, পা দিয়ে খেলছে ফুটবল! দারুণ ভিডিও

ভিডিওটি দেখুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-12 at 3.57.26 PM

নিজস্ব প্রতিনিধি, জলদাপাড়া: জলদাপাড়ার হলং সেন্ট্রাল পিলখানায় তিন মাসের এক দুষ্টু হস্তি শাবকের কীর্তি দেখলে মন আনন্দে ভরে যাবে। শাবকটি মেতেছে ফুটবল খেলায়। কখনও শুঁড় দিয়ে আবার কখনও পায়ে বল নিয়ন্ত্রণে রাখার তার কায়দা দেখলে অবাক হতে হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত খেলা তার নিত্যদিনের আনন্দ হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট এই হাতির ফুটবল দক্ষতা এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।

WhatsApp Image 2025-11-12 at 3.58.34 PM