New Update
/anm-bengali/media/media_files/2025/05/14/yKDUz8ijpOfY3gk8jHG3.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাহকদের সঙ্গে প্রায় ১৫ লক্ষ টাকার প্রতারণা করে গ্রেফতার হল একটি রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের CSP এজেন্ট।
গত ৮ ই মে ২০২৫ তারিখ শান্তি গোপাল দাস নামে CSP এজেন্টকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১৫ লক্ষ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।গতকাল রাতে ওই সেন্টারে গিয়ে অভিযান চালিয়ে একাধিক নথি সিজ করেছে ডেবরা থানার পুলিশ। গ্রাহকদের দাবি, টাকা জমা নিয়ে রসিদ দিত না, ফিক্সড ডিপোজিটর সার্টিফিকেট দিত না। দেব দেব বলে ঘুরিয়ে দিত। পরে জানা যায় যে টাকা ব্যাঙ্কেই জমা হয়নি। তারা চান তাদের টাকা ফেরানোর ব্যবস্থা করুক প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্ত শান্তি গোপাল দাসকে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/media_files/2025/05/14/EW46AH05TIyZ5ZoyLFkZ.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us