ভোটের আগে জনগণকে আস্বস্ত করাই কাজ! শুরু রুট মার্চ

জঙ্গলমহলে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর ও জেলা পুলিশের।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-03-21 at 4.14.04 PM

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনের নির্দেশ মত ঝাড়গ্রামেও রুটমার্চ শুরু করল জেলা পুলিশ। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ, তার আগেই জঙ্গলমহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গিয়েছে। 

ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার লাদনগেড়িয়া, খাড়বান্দি, নিশ্চিন্তাসহ বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সাথে রয়েছেন ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়িয়া থানার ওসি হৃষিকেশ সাহু, সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ, জেলা পুলিশের ডিএসপিসহ অন্যান্য আধিকারিকরা। এদিন সিআরপিএফ- এর সাথে জেলা পুলিশের আধিকারিকরা এলাকায় ঘোরেন এবং মানুষের সাথে কথা বলেন। সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছেন জেলা পুলিশের আধিকারিকরা। তাঁরা সাধারণ মানুষদের কাছ থেকে জানছেন যে কোনওরকম অশান্তি বা বিশৃঙ্খলা এই এলাকায় হচ্ছে কিনা। প্রতিশ্রতি দিচ্ছেন যে ভোটদানে বাধা থাকবে না আর অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। টহল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ।

Add 1স

স্ব