রহস্যজনকভাবে নিখোঁজ CRPF কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী

কোথায় হারিয়ে গেল রূপা?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-06-16 at 5.15.46 PM

হরি ঘোষ, দুর্গাপুর: রহস্যজনকভাবে নিখোঁজ CRPF কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ। 

নিখোঁজ ছাত্রীর নাম রূপা কুমারী (১৪)। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ৭ নম্বর গেটের সামনের বস্তি এলাকার বাসিন্দা সে। পরিবার সূত্রে জানা গেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ৭ নম্বর গেটের সামনের বস্তিতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করা সিকন্দর পাসওয়ানের মেয়ে রবিবার বিকেলে কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা নামার পরেও বাড়ি ফেরেনি। চিন্তিত হয়ে পড়ে পরিবার-পরিজনেরা। কোথাও খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি। শেষমেশ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে হয়। স্থানীয় বাসিন্দা মনি রায় বলেন, "রূপা এলাকার খুব ভালো মেয়ে। কোনও ছেলের সাথে সম্পর্ক ছিল না। রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেল আমরা ভেবে কুল পাচ্ছি না। পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করে দেখছে"।

WhatsApp Image 2025-06-16 at 1.49.06 PM