সাগরদিঘিতে মোতায়েন সিআরপিএফ

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি চলছে ফ্ল্যাগমার্চ।

author-image
Jaita Chowdhury
New Update
CRPF-gets-40k.jpg

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ। সাগরদীঘিতে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ (CRPF)। স্থানীয় ক্যাম্পে এসে জওয়ানদের প্রয়োজনীয় নির্দেশ দিলেন আইজি বীরেন্দ্র কুমার শর্মা। স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন রয়েছে প্রশিক্ষিত বাহিনী। চলছে ফ্ল্যাগমার্চ। স্থানীয়দের মন থেকে ভয় দূর করাই কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্য।

 

crpf.jpg