New Update
/anm-bengali/media/media_files/2025/06/22/screenshot-2025-06-22-2025-06-22-11-10-44.png)
নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণী, কথা ছিল প্রত্যেকটি রেশন দোকান থেকে রেশন কার্ড দেখিয়ে পরিবার পিছু একটি করে প্রসাদের প্যাকেট বিলি করা হবে, সেইমত চুঁচুড়া বিধানসভার কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতে চুঁচুড়া স্টেশন মেইন রোডে একটি রেশন দোকানে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
/anm-bengali/media/post_attachments/c22474d4-65c.png)
এদিন সকালবেলা এই রেশন দোকান থেকেই প্রসাদ বিতরণীর শুভ সূচনা করলেন বিধায়ক অসিত মজুমদার। শনিবার বহু মানুষেরই এই মাসের রেশন তোলা হয়ে গিয়েছিল, তবুও রেশন দোকানে রীতিমতো প্রসাদ নিতে নামলো মানুষের ঢল। এদিন প্রসাদে রীতিমতো খুশি সাধারণ জনগণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us