তালসারী সমুদ্রতটে ৫০ কুইন্টালের বিশাল হাঙর, ভিড় উপচে পড়ল

মৃত অবস্থায় ছিল হাঙরটি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-04 at 4.31.58 PM

নিজস্ব প্রতিনিধি, বালেশ্বর: ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের মনোরম তালসারী সমুদ্রতটে বুধবার গভীর রাতে উঠল এক বিশালাকৃতির হাঙর। প্রায় ৩০ ফুটের বেশি লম্বা, ১৪ ফুটেরও বেশি পরিধি এবং ওজন ৫০ কুইন্টালেরও বেশি বলে মনে করা হচ্ছে হাঙরটির। তালসারীতে এর আগে কখনও এমন দৈত্যাকার সামুদ্রিক মাছ দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সূত্রের খবর, ভোগরাইয়ের সাহাবাজিপুর পঞ্চায়েত এলাকার মৎস্যজীবী নন্দু বেহেরার ভুটুভুটিতে চড়ে পাঁচজন মৎস্যজীবী সকালে সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিলেন। উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে জাল ফেলতেই অন্য মাছের সঙ্গে এই বিশাল হাঙ্গর আটকে যায়। মৎস্যজীবীরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও জাল টানার সময় মাছটির আকার দেখে সকলে হতবাক হয়ে যান। সেই সময়ে মাছটি মৃত অবস্থায় ছিল।

মাছটিকে টেনে উপকূলের দিকে আনার চেষ্টা করা হলেও ভারের কারণে মাঝপথেই তা অসাধ্য হয়ে ওঠে। পরে ভুটুভুটির সাহায্যে কোনওরকমে তালসারী মৎস্য কেন্দ্রের দিকে আনা হয়। কিন্তু তীর থেকে প্রায় ৫০ ফুট দূরে অগভীর জায়গায় এসে আর এগোনো সম্ভব হয়নি। এরপর প্রায় ১০০ জনেরও বেশি স্থানীয় মানুষ দড়ি বেঁধে মাছটিকে তীরে তোলার চেষ্টা করেন, কিন্তু তাতেও সফল হওয়া যায়নি।

এদিকে বিশালাকার মৃত হাঙরটিকে দেখার জন্য তালসারী সৈকতে পর্যটক ও স্থানীয় মানুষের প্রচুর ভিড় জমে যায়। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও তুলতে শুরু করেন। ঘটনাস্থলে মৎস্য দফতরের আধিকারিকরাও পৌঁছেছেন বলে জানা গেছে। তারা মাছটির প্রাথমিক পরীক্ষা ও জাত নির্ণয়ের কাজ করবেন।

WhatsApp Image 2025-12-04 at 4.31.58 PM (1)