/anm-bengali/media/media_files/2025/08/24/screenshot-2025-08-24pm-2025-08-24-14-38-35.png)
নিজস্ব প্রতিনিধি: কয়েকদিনের নাগাড়ে বৃষ্টি আর তার জেরে জল বাড়ছে শিলাবতী নদীর। ফের নদীর জল বাড়ায় নদী পারাপারে চরম দুর্ভোগে চন্দ্রকোনার ঘোষকিরা সহ একাধিক গ্রামের বাসিন্দারা। চলছে ঝুঁকির নৌকায় পারাপার।অপরদিকে বৃষ্টির জল বইছে রাজ সড়কের চাতালের উপর দিয়ে, জল পেরিয়ে চলছে যাতায়াত।
/anm-bengali/media/post_attachments/8098ce5f-e44.png)
কয়েকদিন আগেও এই নদীর নীচ দিয়ে হাঁটু সমান জলে হেঁটে নদীপারের ঝুঁকির ও চরম ভোগান্তির ছবি দেখা গিয়েছিল ।ফের জল বাড়ায় গ্রামবাসীদের উদ্যোগে নৌকার ব্যবস্থা করা হয়েছে তাতেই ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে ঘোষকিরা সহ আরও ৫-৬ টি গ্রামের মানুষজন।এই নদী পেরিয়ে স্কুল কলেজ,স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রশাসনিক বিভিন্ন দপ্তর ও নিত্যপ্রয়োজনে বাজারহাটেও যেতে হয়।গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু আগেই বন্যায় ভেঙে গিয়েছে,তারপর থেকে নদীর জল কমা বাড়ার সাথে ঘোষকিরা সহ একাধিক গ্রামের বাসিন্দাদের নদী পারাপারে কখনও নৌকা আবার জল কমলে নদীর চরে হাঁটু সমান জলে হেঁটে পার হতে হয়।এতেই ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর,কাঠের সেতু মেরামত বা স্থায়ী কোনো বন্দোবস্ত হলে তবেই রেহাই মিলবে এই নদী পারাপারে এমনটাই জানাচ্ছেন ভুক্তভোগীরা।একদিনের এক নাগাড়ে বৃষ্টি,এখনও পরিস্থিতির কোনো পরিবর্তনের লক্ষ্মণ নেই।নদীর জল যেহারে বাড়ছে তাতে ফের না বন্যা পরিস্থিতির তৈরি হয় আশঙ্কায় চন্দ্রকোনার নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।অপরদিকে টানা বৃষ্টির জেরে বৃষ্টির জল জমে জলমগ্ন চাষের জমি থেকে মাঠঘাট,সেই জল উঠলো রাজ্যসড়কে।চন্দ্রকোনায় কালিকাপুর থেকে ঝাঁকরা হয়ে কেশুরগেড়িয়া যাওয়ার রাস্তায় পিংলাস চাতালের উপর দিয়ে বইছে বৃষ্টির জল।জলের উপর দিয়ে চলছে যাতায়াত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us