New Update
/anm-bengali/media/media_files/2025/07/25/whatsapp-image-2025-07-25-at-184750-2025-07-25-21-09-12.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: খালের উপর ক্রস বাঁধ ভেঙ্গে পড়ায় স্থগিত হল তেঁতুলতলা কংক্রিট ব্রিজ নির্মাণের কাজ। দাসপুর ২ ব্লকের তেঁতুলতলায় চন্দ্রেশ্বর খালের উপর কংক্রিট ব্রিজ নির্মাণের কাজ হচ্ছিল। দেওয়া ছিল দুটি ক্রস বাঁধ তার মধ্যে একটি বাঁধ ভেঙে পড়ায় স্থগিত হয়ে গেল ব্রিজ নির্মাণের কাজ।
উল্লেখ্য দুটি ক্রস বাঁধ দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতেন। তার মধ্যে একটি ভেঙে পড়ায় সমস্যায় পড়লেন তারাও। এবার কত দিনে তা ফের মেরামতি হয়, এখন সেটাই দেখার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/25/whatsapp-image-2025-07-25-at-170043-2025-07-25-21-07-38.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us