চিন্তা বাড়াচ্ছে কাঁসাই! দুটি এলাকায় নদী বাঁধে ফাটল

খতিয়ে দেখলেন বিডিও।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-31 at 5.03.19 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সবে বর্ষা শুরু। ইতিমধ্যে কয়েকবার বন্য পরিস্থিতি দেখা দিয়েছে কাঁসাই নদীতে। তবে দীর্ঘ কয়েক বছর ধরে ডেবরার কাঁসাই নদী বাঁধে যে সমস্ত জায়গায় ধস ছিল তার কিছু অংশ ইতিমধ্যে মেরামত করেছে সেচ দফতর। বেশ জায়গায় এখনও কাজ বাকি আছে। আর তার মধ্যেই আবার  নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডেবরার গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এবং মামুদাবাদ। সেই দুই এলাকায় কাঁসাই নদীর বাঁধ ধীরে ধীরে গ্রাস করছে নদী এবং বড় ফাটল দেখা দিয়েছে ওই দুটি এলাকায়। জঙ্গল থাকায় তা সহজে লক্ষ্য করবে না অনেকেই। তবে যে কোনো সময়ে নদীর জল বাড়লে বিপদ ডেকে আনতে পারে এই নদী। খবর পাওয়ার পরই গতকাল সেই এলাকা পরিদর্শন করেন ডেবরা ব্লকের বিডিও ও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অনান্যরা। ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কৌশিক গাঙ্গুলী বলেন, "আমাদের এই দুটি এলাকায় নদী বাঁধে ফাটল দেখা গিয়েছে। আমরা দফতরে জানিয়েছি। দ্রুত কাজ হবে, কারণ এই এলাকায় বাঁধ ভাঙলে বহু মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে।তাই দ্রুত সেচ দফতর উদ্যোগ নিচ্ছে"। ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, "আমরা ইতিমধ্যে এই বিষয়টি সেচ দফতরকে জানিয়েছি যাতে দ্রুত এটি পরিস্কার করে মেরামতি করা হয়"।

Screenshot 2025-07-31 164211