Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/8odSVQFtJ64ItseO0XwP.jpg)
ফাটল
হরি ঘোষ, অন্ডাল : ফের খনি অঞ্চলে দেখা দিল ফাটল। অন্ডালের শংকরপুর খোলা মুখ খনির চিত্র । এলাকার কয়লা পরিবহন করা গাড়ির এক চালক জানান, গতকাল রাত্রে তিনি যখন গাড়ি দাঁড় করিয়েছিলেন তখন সব ঠিকঠাকই ছিল হঠাৎ রাত্রি দেড়টা নাগাদ একটা কম্পন অনুভূত হয় কিন্তু তিনি তখন কিছু বুঝতে পারেননি । সকাল হতেই তিনি লক্ষ্য করেন এলাকায় বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। খবর দেওয়া হয় সংশ্লিষ্ট খনির কাঁটা বাবু কে। ঘটনাস্থলে চলে আসে অন্ডাল থানার বন বহাল ফাঁড়ির পুলিশ । স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে খনি চত্বর জুড়ে । বন্ধ রাখা হয়েছে খনির সমস্ত কাজকর্ম ।