হাওড়া পুরসভা এলাকায় আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে ফাটল

ফের আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে ফাটল। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকায় পানীয় জল পরিষেবা নিয়ে সমস্যা তুঙ্গে। ফাঁপরে সাধারণ মানুষ।

author-image
Jaita Chowdhury
New Update
zSdsd

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: হাওড়া পুরসভা (Howrah Municipality) এলাকায় আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে ফাটল। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকায় পানীয় জল পরিষেবা ব্যাহত। পরিষেবা ব্যাহত হওয়ায় ভুক্তভোগী আম জনতা।

ZXaZz
ফাইল চিত্র