/anm-bengali/media/media_files/2025/06/22/screenshot-2025-06-22-2025-06-22-17-09-25.png)
নিজস্ব প্রতিনিধি: 'দলবদলুরা' তৃণমূলের নেতা, আর দুর্দিনে সিপিএমের বিরুদ্ধে লড়াই করা কর্মীরা তৃণমূলে কোণঠাসা। সেই সৎ আর বুকের দম থাকা মানুষদের তৃণমূলের কেউ পাত্তা দেয় না, এমনটাই বলে তৃণমূলকে আক্রমণ করে সেইসব বঞ্চিত তৃণমূল কর্মীদের পাশে চাইলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। সিপিএম তৃণমূল ভাই ভাই কটাক্ষে বিজেপি। সিপিএমের দরজা ভেঙে মানুষ বেরিয়ে আসছে তাই এখন এইসব কথা বলছেন কটাক্ষে তৃণমূল। দুর্গাপুরের সগড়ভাঙায় বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবসে যোগ দেন সিপিএমের জেলা নেতাদের সাথে রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। তিনি বলেন, "যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল সেই সময় দাঁড়িয়ে বহু মানুষ তৃণমূল করেছেন। তারাই আজ তৃণমূলে কোণঠাসা। এক সময় সিপিএম করত। ধর্ষণের অভিযোগে যাকে সিপিএম থেকে তাড়ানো হয়েছিল সেই আজ তৃণমূলের নেতা। সেই আজ এসে বলে দিয়ে যায় তৃণমূলের কাকে পয়সা দিতে হবে কাকে দেওয়া যাবে না। আমাদের সরকারের সময়ও যে মানুষরা তৃণমূলকে সমর্থন করেছে তৃণমূলের কর্মীও ছিলেন তারা। তাদের সাথে আমাদের মত মেলেনা কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে। তারা আর যাই হোক না কেন তারা সবসময়ই ক্ষমতার সাথে থাকেন এমন নয়। তাহলে তারা সেই দিনও আমাদের সরকারের সঙ্গে থাকতো। কিন্তু তারা না থেকে বিরোধী পক্ষে ছিলেন। কারণ তাদের মধ্যে বিরোধী পক্ষে থাকার ক্ষমতা, দম আছে। সেই রকমই অনেক সৎ মানুষকে তৃণমূলের কেউ পাত্তা দেয় না। অন্য দল থেকে যাওয়া এখনকার সুদিনের মৌমাছিগুলো তৃণমূলের মৌচাক থেকে মধু খাচ্ছে। খারাপ সময় যারা তৃণমূল করেছে তাদের তৃণমূলে জায়গা নেই। সেই সমস্ত মানুষকে আমরা বলছি আমাদের রাজ্যে আজ যা হচ্ছে দেশে আজ যা হচ্ছে সেগুলি ঠিক হচ্ছে না। তার বিরুদ্ধে আমরা যে কথা বলছি সেগুলি যদি তাদের সত্যি ন্যায্য মনে হয় তাহলে আপনাদের কেউ আমরা পাশে চাইছি। আপনাদের সেই দিনের বিরোধিতার দক্ষতা আমাদের কাজে লাগবে।"
/anm-bengali/media/post_attachments/6ae6f59c-226.png)
কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, "৩৪ বছর ধরে বাংলার শিল্প ধ্বংস করে দিয়েছে সিপিএম। আর এখন তৃণমূল ধ্বংস করে দিচ্ছে বাংলার শিল্প। সিপিএম আর তৃণমূল ভাই ভাই। মানুষ ভালো করে বুঝে গেছে প্রকৃত বিরোধী এ রাজ্যে কারা। এরাজ্যে কারা ক্ষমতায় আসতে চলেছে। তাই এসব কথা বলে অক্সিজেন নিতে চাইছে সিপিএম। আদতে আগামী দিনে এ বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।"
/anm-bengali/media/post_attachments/340a0dda-c0e.png)
রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "ওরা শূন্যে নেমে গেছে। আপনারা নিজেদের দল সামলান। দরজা খুলতে হবে না দরজা ভেঙে সবাই বেরিয়ে গেছে। বারে বারে শূন্যে পৌঁছে যাচ্ছেন তারপরেও এইসব কথা বলেই যাচ্ছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us