ডেবরা বিডিও অফিসে একাধিক দাবিতে ডেপুটেশন সিপিএমের

কী কী দাবি রয়েছে তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-28 at 11.00.03 AM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার সারাদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বিডিও অফিসে সিপিআইএম ডেবরা ব্লকের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। 

"রক্ষা করো জব কার্ড আদায় করো কাজের অধিকার "- এটাই ছিল স্লোগান। প্রকৃত বঞ্চিতদের আবাসে ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আরো কয়েক দফা দাবিতে মঙ্গলবার সারাদিন অবস্থান বিক্ষোভ ও বিডিওকে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি চলে। ডেবরা বিডিও অফিস চত্ত্বরে প্রকৃত বঞ্চিত প্রাপকদের ফর্ম ফিলাপ করে বিডিও অফিসে জমা করানোর কাজ করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা প্রাণ কৃষ্ণ মণ্ডল, পশ্চিম মেদিনীপুর জেলার DYFI- এর জেলা সম্পাদক সুমিত অধিকারী, সুভাষ দে সহ জেলা নেতৃত্ব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম করে ক্যাম্প করা হয় এদিন। 

digad

CPIM