গণনার দিন উত্তপ্ত আমডাঙা, CPM প্রার্থীকে অপহরণের অভিযোগ

পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয় গত শনিবার। এদিকে ভোটের আগে ও ভোটের দিন রীতিমতো রক্তের হোলি খেলা হয় বঙ্গজুড়ে। ইতিমধ্যে গ্রাম বাংলার বহু মানুষের প্রাণহানি হয়েছে। এদিকে আজ মঙ্গলবার ভোট গণনার দিন উত্তপ্ত হয়ে উঠল আমডাঙা।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ভোট গণনার আগেই উত্তর ২৪ পরগণায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। জানা গিয়েছে, সিপিএমপ্রার্থীকেঅপহরণেরঅভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আমডাঙায়।গণনাকেন্দ্রেরসামনেথেকেইওই সিপিএম প্রার্থীকেঅপহরণেরঅভিযোগউঠেছে।