CPM: জেলাজুড়ে লাল ঝান্ডার হুঙ্কার

এবার পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মিছিল করল বাম সমর্থকরা।

author-image
SWETA MITRA
New Update
bam .jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের  পশং, পাঁচবেড়িয়া বুথে সিপিএমের (CPM) মিছিল সংঘঠিত হল।

bam 2.jpg

প্রার্থীদের সমর্থনে এলাকায় এলাকায় শেষ দিনের প্রচার চলছে। আজ ডেবরা ব্লকের বেশ কয়েকটি জায়গায় বামেদের পথসভা ও মিছিল রয়েছে বলেও জানা গিয়েছে।

bam 3.jpg