ঘনঘন লোডশেডিং-এর প্রতিবাদে বামেদের বিক্ষোভ

তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। গরমে রাজ্যের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বিদ্যুৎ সমস্যা। কষ্ট পাচ্ছেন বয়স্ক মানুষরা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও।

author-image
SWETA MITRA
New Update
COVER cpim .jpg

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : অন্ডাল (Andal)-এর বিস্তীর্ণ এলাকায় হচ্ছে ঘনঘন লোডশেডিং, পাশাপাশি রয়েছে লো ভোল্টেজ, মিটারের সমস্যা। এইরকম  একগুচ্ছ অভিযোগ তুলে শুক্রবার অন্ডালের বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালো বামেরা (CPIM) । এদিকে সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ।

এবারের তীব্র গরম মানুষকে নাজেহাল করে ছেড়েছে। গরমে রাজ্যের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বিদ্যুৎ সমস্যা । ঘনঘন লোডশেডিং-এ বিরক্ত গ্রাহকেরা । বিস্তীর্ণ অন্ডালেও চিত্রটা একই । শুক্রবার বিদ্যুৎ সমস্যা নিয়ে অন্ডাল বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালো সিপিআইএম । বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুভাষ খাঁ, জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী সুব্রত সিদ্ধান্ত সহ অন্যরা । বেলা ১১ টা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত চলে বিক্ষোভ । সুভাষ খাঁ জানান, ‘অন্ডাল এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে । প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়ছেন গ্রাহকেরা । ছাত্র-ছাত্রীদের ক্ষতি হচ্ছে পড়াশোনায় । লোডশেডিং ছাড়াও লো-ভোল্টেজ, মিটারের সমস্যা রয়েছে । এছাড়াও বিদ্যুৎ বিভ্রাট হলে দপ্তরের টোল ফ্রি নম্বর সহ অন্যান্য ফোনে যোগাযোগ করা যায় না ।‘ 

সমস্যাগুলি কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও সুরাহা হয়নি বলে অভিযোগ করেন সুভাষ বাবু । এদিকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অন্ডাল বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ।