বেহাল রাস্তার প্রতিবাদে সিপিএম-এর সড়ক অবরোধ

কেন এই আন্দোলন ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-16 at 5.12.20 PM

KKKK

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম পৌরসভার দীর্ঘদিনের বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ উগরে আজ রাজ্য সড়ক অবরোধ করল সিপিআইএম। অভিযোগ, প্রায় দশ বছর ধরে পৌরসভা এলাকার অধিকাংশ রাস্তাই গর্তে ভরা। স্থানীয় বাসিন্দারা বহুবার পৌরসভাকে জানালেও কোনও কাজ হয়নি। এর আগে একবার পথ অবরোধের পর পৌরসভার তরফে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও কাজ শুরু হয়নি বলে অভিযোগ। ফলে প্রতিদিন দুর্ঘটনা লেগেই থাকে এলাকায়।

digbijay da add

পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হওয়ায় আজ সকাল থেকে সিপিআইএম-এর উদ্যোগে রাজ্য সড়ক অবরোধে নামেন স্থানীয়রা। অবরোধের জেরে ঝাড়গ্রাম–বাঁকুড়া ও ঝাড়গ্রাম–পুরুলিয়া রুটে বহু দূরপাল্লার বাস ও যানবাহন আটকে পড়ে, সম্পূর্ণ ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা। ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পৌরসভার পক্ষ থেকে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।