New Update
/anm-bengali/media/media_files/ijCApIpze16GS2vMCw0F.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় একপ্রকার মিছিল করে তৃণমূলের সভায় ঢুকলেন পঞ্চায়েতের দুই বাম সদস্য। সঙ্গে আরও অনেক সমর্থন-অনুগামী। সোজা উঠে গেলেন তৃণমূলের মঞ্চে। তারপর কাঁধের লাল ঝান্ডা নামিয়ে তুলে নিলেন জোড়াফুলের পতাকা। রবিবার সন্ধ্যায় এমনই এক অভিনব কায়দায় তৃণমূলে যোগদানের পর্ব দেখা গেল পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিষ্ণুপুর এলাকায়। সিপিএম থেকে আসা দুই পঞ্চায়েত সদস্যের হাতে জোড়াফুলের পতাকা তুলে দিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us