যোগ দিল সিপিএম, বোর্ড দখল করল তৃণমূল! হতাশ বিজেপি

পঞ্চায়েত নির্বাচনের পর এবার বোর্ড গঠন নিয়ে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি।

New Update
মন

সংগৃহীত

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েতে বোর্ড গঠন করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে দলবদলের খবর। অন্য দলের টিকিটে জয়ী প্রার্থীকে দলে যোগদান করিয়ে পঞ্চায়েতে বোর্ড গঠনের চেষ্টা চলছে। রবিবার সিপিএমের জয়ী সদস্য যোগ দিলেন তৃণমূলে। এর জেরে পঞ্চায়েত বোর্ড গেল তৃণমূলের দখলে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। তবে সিপিএমের দাবি, শাসকদলের সন্ত্রাসের ভয়ে তাঁদের সদস্য তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছে।

জানা গিয়েছে, বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে রয়েছে ১৫টি আসন। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭টি আসনে, বিজেপিও জিতেছে ৭টি আসনে। একটি আসন জিতেছিল সিপিএম। বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের আটঘরা বুথ থেকে জিতেছিলেন সিপিএম প্রার্থী তরুণ সামন্ত। রবিবার তরুণ-সহ ৪০ জন সিপিএম কর্মী যোগ দিলেন তৃণমূলে।চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া দলীয় পতাকা তুলে দেন তরুণের হাতে।