New Update
/anm-bengali/media/media_files/lYqCRhEs8rH2RFdmQh7O.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃসিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “আরজি কর ঘটনায় প্রকৃত অপরাধী যারা, প্রমাণ লোপাটে যুক্ত যারা এবংতাদের প্রকারান্তরে মদত দিয়েছেন যারা-নিকৃষ্ট এবং ভয়ানক এই অপরাধেতাদের সবাইকেই চিহ্নিত করেদৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
/anm-bengali/media/media_files/zjNp9ZVW7tK64S6jmzA4.jpg)
কেউ পার পাবে নাতা নিশ্চিত করা পর্যন্ত লড়াই চলবেই।”
#rgkarincident এ
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) August 30, 2024
প্রকৃত অপরাধী যারা,
প্রমাণ লোপাটে যুক্ত যারা এবং
তাদের প্রকারান্তরে মদত দিয়েছেন যারা-
নিকৃষ্ট এবং ভয়ানক এই অপরাধে
তাদের সবাইকেই চিহ্নিত করে
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।।
কেউ পার পাবে না
তা নিশ্চিত করা পর্যন্ত লড়াই চলবেই।। pic.twitter.com/aNjtvheXh6
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us