পঞ্চায়েত ভোটে আত্মবিশ্বাসী বামেরা

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote 2023) শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা চলছে জামুরিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে। যে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
cover jamu.jpg


হরি ঘোষ, জামুরিয়াঃ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote 2023) শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা চলছে জামুরিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে। যে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। এখনো পর্যন্ত সিপিআইএম (CPIM) পার্টির পক্ষ থেকে চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের জন্য দুইজন প্রার্থী এবং চেঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের জন্য ছয় জন প্রার্থী এবং পঞ্চায়েত সমিতি পদের জন্য একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


সিপিআইএম নেতা মনোজ দত্ত জানান, ‘এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। যদি ঠিকভাবে ভোট হয় তাহলে তারা ভালো ফল করবেন।‘ 
সিপিআইএম মনোনীত প্রার্থী
চুরুলিয়া গ্রাম পঞ্চায়েত
১-কাজী আজিজুর রহমান
২-সাহ মোহাম্মদ
 
চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েত
লাজু বাউরী
শিখা ধারা
সমীর বাউরী
ধনঞ্জয় গোপ
জিতেন বাউরি

পঞ্চায়েত সমিতি
সুনীল রুইদাস।