Panchayat Polls: মনোনয়ন জমা দেওয়ার পরেই CPIM প্রার্থীর মৃত্যু!

মনোনয়ন জমা দিলেন। কিন্তু ভোটে লড়া আর হবে না। মনোনয়ন জমা দিয়ে স্কুটিতে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় নেত্রীর। স্থানীয় প্রশাসনকে দায়ী করেছে সিপিএম নেতৃত্ব।

author-image
Anusmita Bhattacharya
New Update
CPIM MEETING

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মনোনয়ন জমা দিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। দুর্ঘটনায় মৃত্যু হল এক সিপিএম প্রার্থীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। জানা গেছে মৃতার নাম আয়েশা বিবি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিপিএম নেতৃত্ব।

মঙ্গলবার শীতলকুচির খলিসামারি গ্রামের বাসিন্দা আয়েশা ছেলের স্কুটিতে চেপে শীতলকুচি বিডিও অফিসে যান মনোনয়ন জমা দিতে। খলিসামারি ১৪৫ নাম্বার বুথের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে আবার ছেলের স্কুটিতেই বাড়ি ফিরছিলেন। বাউদিয়া বাজার এলাকায় একটি ডাম্পার দ্রুত গতিতে এসে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে বলে অভিযোগ উঠেছে। মা ও ছেলে দু’জনেই রাস্তার এক ধারে ছিটকে পড়েন। আয়েশা বিবির মাথায় আঘাত লাগায় দুর্ঘটনাস্থলেই মারা যান তিনি। সামান্য আহত হয়েছেন তাঁর ছেলে।