উন্নয়নে হাত লাগাতে কোদাল ধরলেন BJP প্রার্থী! কী বললেন CITU নেতা?

সিপিএম-বিজেপির দ্বন্দ্ব।

New Update
COVERn

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: দলবদল নিয়ে তরজা বিজেপি-সিপিএমের। সিপিএম ছেড়ে ২০টি পরিবারের বিজেপিতে যোগদানের দাবি। পাল্টা বিজেপি তৃতীয় স্থানে যাওয়ার ইঙ্গিত সিপিএমের। তাদের কর্মীই নয়, সমস্তটাই বিজেপির সাজানো বলে দাবি সিআইটিইউ-র জেলা সম্পাদক পার্থ যাদবের।

আজ ঝাড়গ্রাম গ্রামীণের চুবকাতে বিজেপি প্রার্থী ভোট প্রচারে যান। ঝাড়গ্রাম ব্লকের চুবকা অঞ্চলের চিথলবনি বুথের ঘোড়াজাগীর এলাকায় গেলে সেখানে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেয় ২০টি পরিবার, এমনটাই দাবি করে বিজেপি। তাদের হাতে দলীয় পতাকাও তুলে দেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাত এবং প্রার্থী প্রণত টুডু। গ্রামে প্রচারে বেরিয়ে উন্নয়নের কাজে হাত লাগাতে কোদাল ধরেন প্রার্থী প্রণত টুডু। নিজে কোদাল চালিয়ে মরাম দিয়ে রাস্তা মেরামত করেন।

সিআইটিইউ-র জেলা সম্পাদক পার্থ যাদব বলেন, 'বিজেপির সংগঠন নেই বললেই চলে। তার উপর শুধুই মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া জঙ্গলমহলের মানুষ কিছুই পায়নি। মানুষ সংগঠিত হচ্ছে। এখন বিজেপি নিজেদের লোকদেরকেই মিথ্যা সাজিয়ে এই সব প্রচার করছে'।

Add 1