New Update
/anm-bengali/media/media_files/2024/11/13/pFUYTn5qcd3Iqa9LlSik.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের উপনির্বাচনে সিপিআই প্রার্থী মনিকুন্তল খামরুই তার নিজের ভোট কেন্দ্র চইতা প্রাথমিক বিদ্যালয়ে সস্ত্রীক ভোট দিলেন। ভোট দিয়ে বেরিয়ে আসার সময় অত তিনি জানালেন, '' এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণের কাজ। ''
/anm-bengali/media/post_attachments/0c202f7d-14b.png)
জানা গিয়েছে কয়েকটি ইভিএম বিকল ছাড়া তেমন কিছু অভিযোগ তিনি করেননি। পাশাপাশি তিনি জানান, '' মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে সিপিআইকে ভোট দেবে। আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে। ''
/anm-bengali/media/post_attachments/2c46d147-bf7.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us