New Update
/anm-bengali/media/media_files/2025/12/04/whatsapp-image-2025-12-04-2025-12-04-17-07-29.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুর এলাকায় বসবাস করছেন তরুণ দত্ত নামক এক ব্যক্তি। তিনি উত্তর ২৪ পরগনার হাবরা এলাকায় থাকতেন। ব্যবসায় কিছু ঋণ হয়ে যাওয়ার কারণে বাবা বকাবকি করায় তরুণ দত্ত ২৬ বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। দিল্লিতে সাত-আট বছর ধরে দর্জির কাজ করতেন তিনি। ওখানে পিংলায় থাকা এক সহকর্মীর সাথে তার ভালো সম্পর্ক হওয়ার পর পিংলায় এসে জমি জায়গা কিনে বিয়ে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন। এই ২৬ বছরে তরুণ দত্তের মা ও বাবার সাথে একবারও যোগাযোগ হয়নি। কিন্তু এসআইআর ফর্ম ফিলাপের জন্য যোগাযোগ হয়, এমনটাই দাবি করলেন তরুণ দত্ত। বাবা ও মায়ের সাথে কথা বলে তরুণ দত্ত খুব খুশি। তবে দেখা হয়নি এখনও তাদের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/08/sir-2025-11-08-21-46-48.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us