অগ্নিগর্ভ ভাঙরে উদ্ধার বোমা

পঞ্চায়েত ভোটের আগে হোক বা পরে, ভাঙর যেন আছে ভাঙরেতেই। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে রাজ্যজুড়ে। এদিকে সন্ত্রাসের আবহে ভাঙরে ১৪৪ ধারা অবধি জারি হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
bhangar.jpg


নিজস্ব সংবাদদাতাঃদক্ষিণচব্বিশপরগনারভাঙরএলাকাথেকেউদ্ধারকরাদেশীয়বোমানিষ্ক্রিয়করল বম্ব স্কোয়াড। ভোট গণনা পর্বের পরেও সন্ত্রাস যেন থামারই নাম নিচ্ছে না ভাঙরে। এখনও অবধি ভাঙরে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে এই মৃত্যুলীলা নিয়েও রাজনীতি যেন থামছে না।