নিয়োগে ফের দুর্নীতি! পোস্টার

ফের নিয়োগে দুর্নীতি! নিয়োগ দুর্নীতি নিয়ে এতকিছু হওয়ার পরেও যেন ফিরছে না হুঁশ। সমবায় সমিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে পড়লো পোস্টার। পশ্চিম মেদিনীপুরের ঘটনা।

author-image
Pallabi Sanyal
New Update
AWDSEW



নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : নিয়োগে দুর্নীতি হয়েছে দাবি তুলে সমবায় সমিতিতে পড়লো পোষ্টার,অভিযোগ বোর্ডের সেক্রেটারির বিরুদ্ধে।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর সুলতাননগর সমবায় কৃষি উন্নয়নের সমিতির। জানা যায়, সমবায় সমিতিতে গ্রুপ ডি পদে  কর্মী নিয়োগ করা হয়েছে। আর এই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারিং করল সমবায় বাঁচাও মঞ্চ।জানাযায়,চার বছর আগে এই সমবায় সমিতির ইলেকশন বডি ভেঙে যাওয়ার পর নমিনেটেড বডি গঠন করা হয় সিপিএমের চার সদস্য ও তৃণমূলের পাঁচ সদস্য নিয়ে। সমবায়ের নমিনেটেড বডির সেক্রেটারি হন এলাকার তৃণমূল নেতা জয়দেব সেনাপতি।নমিনেটর বডিকে মান্যতা না দিয়ে শাসকদলের প্রভাব খাটিয়ে কর্মী নিয়োগ করেছেন সেক্রেটারি, এমনই অভিযোগ উঠছে। বর্তমান বোর্ড মেম্বারদের দাবি, তাদেরকে না জানিয়ে প্রভাব খাটিয়ে সমবায়ের সেক্রেটারি নিজেই কর্মী নিয়োগ করেছেন। 

সমবায় সমিতির ম্যানেজার অবশ্য জানিয়েছেন যেহেতু অভিযোগ হয়েছে ওই নতুন গ্রুপ ডির কর্মীকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি।