ভোট না দিলে রাস্তা নয়! নতুন বিতর্কে উদয়ন

তিনি বলেন, 'পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না' । আর তারপর থেকেই সুর চড়িয়েছে বিরোধীরা।

author-image
Pallabi Sanyal
New Update
udayan guha

উদয়ন গুহ

নিজস্ব সংবাদদাতা : এলাকায় উন্নয়ন না হওয়ার দাবিতে দিকে দিকে ভোট বয়কটের ডাক দিচ্ছে সাদারণ মানুষ। এবার উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ এবার পাল্টা দিলেন। জন্ম দিলেন নতুন বিতর্কের। তিনি বলেন, 'পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না' । আর তারপর থেকেই সুর চড়িয়েছে বিরোধীরা।