বাসের গায়ে হিন্দিতে লেখা জয় শ্রীরাম! শুরু বিতর্ক

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-26 at 2.29.31 PM

হরি ঘোষ, দুর্গাপুর : বাসের সামনে হিন্দিতে লেখা জয় শ্রীরাম। ঢেকে দেওয়া হল সাদা কাগজে। সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক ঘিরে শোরগোল। দুর্গাপুরের প্রান্তিকা থেকে দুর্গাপুর রুটের এক বেসরকারি বাসের সামনের কাঁচে হিন্দি ভাষায় লেখা ছিল জয় শ্রীরাম। সেই লেখা ঢেকে দেওয়া হল সাদা কাগজে। বাংলা পক্ষের দাবি বাংলার বুকে আগে বাংলা তারপরে অন্য ভাষা।
 
বাসের চালক রবি কুণ্ডু বলেন, "২৫ বছর ধরে এই রুটের গাড়ি চালাই কখনও এইরকম হয়নি। হিন্দি লেখার কারণে তারা সাদা কাগজ লাগিয়ে দিল। আমাকে অনুরোধ করেছে আগে বাংলায় লিখতে পড়তে পরে ইংরেজি বা অন্য ভাষা থাকুক তাতে আপত্তি নেই"। বাংলা পক্ষের সদস্য চঞ্চল বনিক বলেন, "আমাদের আন্দোলন কোনও স্লোগানকে কেন্দ্র করে নয়। আমরা চাই আমাদের রাজ্য বাংলাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হোক। বিহার বা উত্তর প্রদেশ থেকে মানুষ পরিষেবা নিতে আসতে পারেন তাতে আপত্তি নেই কিন্তু আমরা বাঙালিরা যদি বাংলার বুকে বাংলাকে শিকেয় তুলে দিই তা মানা যায় না"।