বাকি ৩০০ কোটি! ৩ দিনের কর্মবিরতি ঠিকাদারদের

প্রতিবাদ জানাল ঠিকাদাররা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-23 at 4.14.18 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ডিভিশনে পিএইচই- এর ঠিকাদারদের প্রায় ৩০০ কোটি টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের কাছে। তাই আজ সারা রাজ্যব্যাপী জেলার পিএইচই দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে ৩ দিনের কর্মবিরতি ঘোষণা করল মেদিনীপুর পিএইচই কন্ট্রাকটরস ইউনিট আন্ডার মেদিনীপুর সদর সাব ডিভিশন কন্ট্রাকটার অ্যাসোসিয়েশন। এদিন মেদিনীপুরে পিএইচই দফতরের সামনে একাধিক স্লোগান তোলে সংগঠনের সদস্যরা। দ্রুত রাজ্য সরকার টাকা না দিলে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে তারা, দিল হুঁশিয়ারি।

WhatsApp Image 2025-06-23 at 11.56.04 AM

protika