New Update
/anm-bengali/media/media_files/vHl72EAzPYSu2E1Fd8xx.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ভোটের বলি হল আরও এক। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কিসমত গাদি এলাকার কংগ্রেস কর্মী রাজেশ শেখে মারা গেলেন কলকাতার হাসপাতালে। ভোটের দিন কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে আহত হন তিনি। রাজেশকে প্রথমে সাগরদিঘি ও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালেই সেখানেই মৃত্যু হয়েছে রাজেশের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us