/anm-bengali/media/media_files/sYWlh1EqESxap1JjN9d7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে গত শুক্রবার ইডি অভিযান চালালে বিক্ষোভকারীরা ইডি আধিকারিকদের ওপর হামলা করে। এই ঘটনার জেরে ইডি তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে। এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিশেষ মন্তব্য করেছেন।
কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন বলেছেন, “ইডি কী করবে? ইডি নিজেই খুব বোকা। বাংলার শাসক দল তাকে দেখে নেবে। শাসক দল দলের মধ্যে থাকা বিপজ্জনক লোকদের রক্ষা করার জন্য কাজ করে। তাই, লুকআউট সার্কুলার দিয়ে কী লাভ? সীমানা বহু রন্ধ্র বিশিষ্ট, তাদের বড় দাবি করা উচিত নয়। তা বিজেপি, ইডি বা সিবিআই হোক না কেন। বিজেপি রোহিঙ্গাদের নিয়ে বাক-বিতণ্ডা করে চলেছে। কিন্তু এত সময় তারা কোথায় ছিল? কোথায় ছিল স্বরাষ্ট্র মন্ত্রক? বিষয়টি যখন খবরে এসেছে তখন তারা মেরুকরণের রাজনীতি শুরু করেছে। তাদের দেখাশোনাকারীদের বিরুদ্ধে কিছু করা উচিত।”
#WATCH | On ED issuing lookout circular against TMC leader Shahjahan Sheikh after attack on its team, West Bengal Congress president Adhir Ranjan Chowdhury says, "What will ED do? ED is itself an idiot. The ruling party in Bengal will look after him. The ruling party works to… pic.twitter.com/W0DwzqjeUP
— ANI (@ANI) January 7, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us