/anm-bengali/media/media_files/hFEcWJA0ZniK70UY6giI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টানা দীর্ঘদিন ধরে দিল্লির রাজপথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তীগিররা (Wrestlers Protest)। যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের মতো অলিম্পিক পদকজয়ী কুস্তিগীররা। রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন কুস্তিগীররা। এবার বিক্ষোভরত কুস্তীগিরদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শিলিগুড়িতে তিনি বলেন, 'আইন সবার জন্য সমান হওয়া উচিৎ। আমাদের খেলোয়াড়রা যখন সোনা বা পুরষ্কার জিতে বাইরে থেকে ভারতে আসে, তখন প্রধানমন্ত্রী মোদী এটিকে নতুন ভারতের নতুন দৃশ্য হিসাবে দেখান। কিন্তু যেভাবে মহিলা খেলোয়াড়দের হয়রানি করা হয়েছে, সরকার তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি এখনও।'
West Bengal | Law should be equal for all. When our players come from outside after winning gold or a prize, then PM Modi shows it as a new scene of new India, but the way women players have been harassed, the govt has not taken any action against it: Congress MP Adhir Ranjan… pic.twitter.com/00AUqvEFyO
— ANI (@ANI) April 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us