হামলা, পার্টি অফিসে আগুন, গ্রেফতার কংগ্রেস নেতা সহ ৩৬

মুর্শিদাবাদের ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত অনেক জনকেই আটক করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
raninagar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর (Raninagar)। রানিনগর থানায় কংগ্রেস (Congress) নেতা কর্মীদের হামলা, তৃণমূল (TMC) কর্মীদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনার অভিযোগে আজ শনিবার পুলিশ কংগ্রেস নেতা সহ ৩৬  জনকে করল।  উল্লেখ্য, গতকাল শুক্রবার মুর্শিদাবাদের রানিনগরে শুক্রবার সভা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। অভিযোগ, সেই সভা শেষে অধীর চৌধুরী চলে যাওয়ার পর কংগ্রেসের কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। এরপরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রানিনগর। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠছে। এমনকি আগুনও লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।