New Update
/anm-bengali/media/media_files/ybnFVnoJnrIMFb25i1bN.jpg)
নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ মণিপুর (Manipur) ও হরিয়ানার (Haryana) ঘটনার বিরুদ্ধে আসানসোলে বিক্ষোভ দেখালো কংগ্রেস। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা অবধি দাহ করে বিক্ষোভ দেখানো হয়। প্রথমে মণিপুর এবং তারপর হরিয়ানায় হিংসার অজুহাতে বিরোধীরা মোদী সরকারকে আক্রমণ করছে। মণিপুর ও হরিয়ানার ঘটনার বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা আজ আসানসোলে প্রতিবাদ সমাবেশ করেছে। এই সময় কংগ্রেস কর্মীরা বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কুশপুত্তলিকাও দাহ করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us