রাস্তার হালে নাজেহাল!

হাল ফেরাতে রাস্তা সংস্কারের কাজ হলেও ফিরছে না হাল। পিচ করলে তার অস্তিত্ব খুব বড় জোর ৩ দিন। এবার ক্ষিপ্ত এলাকাবাসী রাস্তার কাজই বন্ধ করে দিল। পশ্চিম মেদিনীপুরে শোরগোল এ নিয়ে।

author-image
Pallabi Sanyal
New Update
xxxxxx

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :  একদিকে রাস্তা তৈরি হচ্ছে,আর একদিকে রাস্তার পিচ উঠে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে রাস্তার কাজ বন্ধ করলো এলাকাবাসী।  ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ খানামোহান অঞ্চলের ঘটনা। কদিন আগেই ওই অঞ্চলের বিধাননগর  থেকে ঘুসুমিয়া পর্যন্ত পাকা রাস্তা সংস্কারের কাজ চলছে। একদিকে কাজ হচ্ছে তার তিনদিনের মাথায় সেই কাজে রাস্তার ওপরের পিচ উঠে যাচ্ছে।আর এতেই বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী।ঘটনাস্থলে গিয়ে তারা কাজ বন্ধ করে দেয়।তাদের দাবি, বহু বার অঞ্চলে, শাসক দলের লোককে জানানো হয়েছে।তারা বিষয়টি দেখবে বলেও জানিয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। আর এই সুযোগে মাঠে নেমেছে বিজেপি। সরাসরি দুর্নীতির অভিযোগ তুলছে তারা। অপরদিকে অঞ্চল প্রধান জানান, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এটা জেলার বিষয়।