বলপূর্বক সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ!

ফের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বামেদের। জোর করে বাম প্রার্থীর নমিনেশন প্রত্যাহার করানোর অভিযোগ রানীগঞ্জে। ব্যাপক উত্তেজনা জেলায়।

author-image
Pallabi Sanyal
New Update
113

ফাইল ছবি

হরি ঘোষ, আসানসোল  : আসানসোলের রানীগঞ্জে সিপিএম প্রার্থীকে জোর করে তুলে নিয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানোরঅভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য  সৃষ্টি হয়েছে। রানীগঞ্জের এগরা গ্রাম পঞ্চায়েতে ২৬৯ পাটে সিপিএমের প্রার্থী হয়েছিলেন রাজু কেওড়া। অভিযোগ, শাসক দলের কর্মীরা তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়ে দেয়। সিপিএমের আরেক নেতা বলেন,  ''রাজু কেওড়াকে আমরা প্রার্থী করেছিলাম। কিন্তু তাকে জোর করে নিয়ে এসে বিডিও অফিসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। আমরা এর প্রতি তীব্র  নিন্দা করি।'' সিপিএমের তরফে জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দেওয়া হয়। কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করেছে।