ফের শিরোনামে কয়লা খাদান! বৈধ না অবৈধ?

অবৈধ খাদান! কয়লা পাচার মামলার তদন্ত চলছে। তাতেও ফিরছে না হুঁশ?

author-image
Pallabi Sanyal
New Update
dddddd

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে কয়লা খনি, কয়লা খাদান, কয়লার কারবার চলে। সবকিছু যে আইনি প্রক্রিয়ায় হয়, বৈধ তাও নয়। এখনও আদালতে বিচারাধীন কয়লা পাচার মামলা। চলছে তদন্ত। এবার আসানসোলে খোঁজ মিললো আরো এক কয়লা খাদানের। বিজেপি নেতা জিতন্দ্রনাথ তিওয়ারি একটি ভিডিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তার দাবি,'পাণ্ডবেশ্বর  বিধানসভা কেন্দ্রে, লাউদোহা থানা এলাকায়  অবৈধ কয়লা খাদান শুরু হয়েছে।' প্রশাসনের নাকের ডগায় অবৈধ কয়লা খাদান? কী পদক্ষেপ? কীভাবে অবৈধভাবে খাদান চলছে তা নিয়েও উঠছে প্রশ্ন। 

 

 

hiring.jpg