New Update
/anm-bengali/media/media_files/lXlkLIIuiKCS5mUNzfR9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহেই আসানসোলের কয়লা খনিতে হঠাৎ ধস নামে। সেই ধসে পাথর চাপা পড়ে প্রাণ হারায় সপ্তম শ্রেণির ছাত্র। আর সেই ঘটনার এক সপ্তাহ পড়তে না পড়তেই ফের কয়লা খনিতে নামল ধস।
যা জানা যাচ্ছে, অন্ডালের কয়লা খনিতে ধস নামে এদিন। অন্ডালের কেন্দা জামবাদ কোলিয়ারিতে ঘটে বিপত্তি। সেখানে আটকা পড়েন সিভিল ইঞ্জিনিয়ার সহ দু’জন শ্রমিক। দীর্ঘক্ষণ তারা সেখানে আটকে পড়েন। তারপর স্থানীয়রা এবং ইসিএলের কর্মীরা এসে ওই তিনজনকে উদ্ধার করেন। তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইসিএলকে জানানো হলেও তারা অনেক দেরি করে আসে ঘটনাস্থলে। ফলে ওই তিনজনকে উদ্ধার করতে যথেষ্ট সময় লাগে। পরপর ২ সপ্তাহেই এরকম ধসের ঘটনা ঘটায় এদিন কেন্দা জামবাদ কোলিয়ারিতে তুলকালাম বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় র্যাফ।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us