বিজেপি সাংসদ হাসপাতালে, ছুটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা

কে সেই সাংসদ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-07 at 4.09.56 PM

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নাগরাকাটায় সাধারণ মানুষের হাতে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাকে দেখতে আজ হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু। 

মঙ্গলবার দুধিয়ায় ত্রাণ শিবিরে বন্যায় বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মিরিক যাওয়ার আগেই যান খগেন মুর্মুকে দেখতে। সোমবার নাগরাকাটায় দুর্গত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। অভিযোগ, ইটের আঘাতে চোখের নীচে চোট পান খগেন। 

Khagen Murmu | Maldah North MP Khagen Murmu on joining TMC speculation ...

diguad