ঝাড়গ্রামে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কোথায় কোথায় হল উদ্বোধন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-25 at 6.52.42 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাঁকরাইল ব্লকের রোহিনী পুরাতন বাজার সার্বজনীন দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ বছর রোহিনী পুরাতন বাজার সার্বজনীন দুর্গোৎসবের ৫১ তম বর্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৈয়দ মোহম্মদ মামদুল্লা হাসান,  বিডিও রোহন ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিরবাহা সরেন টুডু, জেলার আর.টি.এ বোর্ডের সদস্য অনুপ মাহাত, পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাত, বিশিষ্ট সমাজসেবী রবীন টুডু সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করায় খুশির হাওয়া ছড়িয়েছে এলাকাজুড়ে। উপস্থিত মানুষজন উৎসবের আমেজে ভরপুর। আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই জঙ্গলমহলজুড়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আবহ।

WhatsApp Image 2025-09-25 at 6.52.47 PM