New Update
/anm-bengali/media/media_files/2025/06/26/mreioddv-2025-06-26-21-27-12.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নিয়ম অনুযায়ী শুক্রবার সকাল ন'টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ শুরু করবে দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষ্যে। পাথরের মূর্তি থাকবে মন্দিরের মধ্যে। আগামীকাল সকাল সাড়ে নটার পর নিম কাঠের মূর্তি তোলা হবে রথে। দুপুর দুটোর সময় মুখ্যমন্ত্রী মন্দিরে আসবেন। আড়াইটা পর্যন্ত চলবে আরতি। এরপরে শুরু হবে রথযাত্রা। রাস্তায় কোন পর্যটক থাকবে না, থাকবে ব্যারিকেডের মধ্যে। রথের রশিতে টান দেওয়ার জন্য ব্যারিকেড এর সঙ্গে রথের রশিকে ছুইয়ে দেওয়া হবে। যেহেতু মাসির বাড়ি মাত্র দেড় কিলোমিটার তাই গোটা রাস্তায় রথ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে বলে প্রশাসন সূত্রের খবর।
/anm-bengali/media/post_attachments/9b51032a-8e4.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us